নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী দ্রুততম সময়ে পোস্টার অপসারণণ চান
![]() |
রেজাউল করিম চৌধুরী |
বন্দর নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লা ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। দ্রুততম সময়ে এসব ব্যানার-পোস্টার অপসারণ চান নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটে তার বাসভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা শুভেচ্ছা জানাতে যান। পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মোরশেদ আলমসহ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মকর্তা নতুন মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় সিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পোস্টার সরিয়ে নিতে শুরু করেন।
এসময় এম,রেজাউল করিম চৌধুরী তাদের পোস্টার-ব্যানার দ্রুততম সময়ে অপসারণের পরামর্শ দিয়ে বলেন, চট্টগ্রামবাসীকে যেন এগুলোর জন্য কষ্ট পেতে না হয়। যত দ্রুত সম্ভব এগুলো সরিয়ে ফেলা উচিত।
অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ নগরীর বিভিন্ন সড়ক থেকে দিনের বেলায় পোস্টার অপসারণ করেছেন।
No comments