মহিউদ্দিন চৌধুরীর মতো দলের জন্য নিবেদিত প্রাণ নেতা পাওয়া অনেক কঠিন-ইঞ্জিনিয়ার মোশাররফ
![]() |
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন |
আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সব আন্দোলন সংগ্রামে আমরা কাজ করেছি। তিনি কখনও ভয় পেতেন না।
২ জানুয়ারি শনিবার বিকেলে কাজীর দেউড়ির কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভা অনুষ্টিত হয়
সভায় প্রধান অতিথির ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ারমোশাররফ হোসেন বলেন,সকল আন্দোলন সংগ্রামে মহিউদ্দিন চৌধুরী এগিয়ে ছিলেন। তাকে হারিয়ে নিজেকে একা মনে হয়। আমি বড় একা হয়ে গেছি।
মোশাররফ হোসেন আরো বলেন, বিএনপির আমলেও মহিউদ্দিন ভাই মেয়র হিসেবে জয় লাভ করেছেন। যেখানে মানুষের কষ্ট দেখতেন, সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়তেন। এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মতো দলের জন্য নিবেদিত প্রাণ নেতা পাওয়া অনেক কঠিন।
আসন্ন চসিক নির্বাচন নিয়ে তিনি বলেন, মহানগরে আবার নির্বাচন হতে যাচ্ছে। ৪১ ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে আমাদের নেতাকর্মীরা ভ্যানগার্ডের মতো দাঁড়িয়ে দায়িত্ব পালন করলে,আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে যেভাবে মেয়র করেছি- সেভাবে আবারও জয়ী হতে পারবো।
মাইনুল হোসেন খান নিখিল
স্মরণসভায় কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। যুবলীগের মধ্যে কোনো গ্রুপিং চলবে না। যারা গ্রুপিং করবেন, ঐক্য বিনষ্ট করবেন তাদের যুবলীগ করার অধিকার নেই। কোনো ভাইয়ের বা ব্যক্তির নির্দেশে নয়, যুবলীগ চলবে শেখ হাসিনার নির্দেশে।
নিখিল বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে রেজাউল করিমকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। যদি কোনো কারণে নৌকা প্রতীক পরাজিত হয়, তাহলে ধরে নেবো এই অঞ্চলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শেখ হাসিনার কর্মী নয়। আপনারা নিজকে এবং পোস্টকে ভালোবাসেন। শেখ হাসিনাকে ভালোবাসেন না।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে দেশে অর্থ বিনোয়োগ করছেন। তাই নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি না করে ঐক্য গড়ে তুলুন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিএনপি জামায়াত আগামী সিটি নির্বাচনে জয় লাভ করতে পারবে না।
নিখিল বলেন, আল্লামা শফিকে কি প্রক্রিয়ায় এই পৃথিবী থেকে বিদায় করা হলো নিশ্চয় তা অজানা নয়। বাবুনগরী, মামুনুল হকের গ্রুপরা সেদিন শাপলা চত্বরে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন। তারা নতুন করে বিএনপি-জামায়াত থেকে অর্থ নিয়ে আবার রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন তসলিম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ।
No comments