ত্যাগী যারা---হারুন উর রশিদ
ত্যাগী যারা
রাজনীতির বয়স কত আপনার?
১০/২০/৩০/৪০?
কিঙবা তার ও বেশি?
কি হবে তাতে?কিছুই না।
দলে আপনার গ্রহণযোগ্যতা,জনপ্রিয়তা,শ্রম আর ত্যাগ বিচারে
দলে পদ চান?
নমিনেশন চান?
নমিনেশন পেয়ে ও দলের সিদ্ধান্ত অমান্যকারী তথাকথিত বিদ্রোহী প্রার্থীকে নিবৃত্ত রাখতে চান?
পারবেন না।
আমি ছোঁ মেরে নিয়ে নেবো পদ..
চোরা পথে বাগিয়ে নেবো নমিনেশন...
আর আপনার ত্যাগের মূল্যায়নে নমিনেশন পেলে ও আমি কিন্তু ঠিক বাগড়া বসাতে হাজির হয়ে যাবো, আপনি টেরই পাবেন না।রাতের আঁধারে কখন কি করে ফেলবো বুঝবেনই না।
আমি নেতার হাতা,আমি টাকা দিয়ে কিনতে পারি পদ-পদবী,নমিনেশন কিঙবা আপনার পাওয়া নমিনেশন চোরা পথে আমার মতো করে সাজিয়ে নিতে পারি।আমি নেতা কিনতে পারি,কিনতে পারি নেতার আদেশে আরো অনেককিছু।
সবকিছু করে ফেলতে পারি "ম্যানেজ"।
আপনি দেখবেন,জানবেন এবঙ বুঝবেন।
কিন্তু কিছুই করবেন না কিঙবা করতে পারবেন না।
আপনার প্রবলেম একটাই।
আপনি দলকে ভালোবাসেন।আপনি দলের প্রতি অনুগত থাকেন।দলের শৃঙ্খলা মানেন।
আর--
আপনি সত্য ও নীতির ধারক।
কারণ,আপনি অন্তরে বাংলার রাখাল রাজা শেখ মুজিবকে ধারণ করেন।
আপনাকে আমাদের অভিবাদন।
No comments