Header Ads



যে নারীগন এই নৃশংসতার শিকার তাদের প্রায় ৯০ ভাগই বোরকা-হিজাব পড়ে - শিক্ষা উপমন্ত্রী

যে নারীগন এই নৃশংসতার শিকার তাদের প্রায় ৯০ ভাগই বোরকা-হিজাব পড়ে


 

 যে নারীগন এই নৃশংসতার শিকার তাদের প্রায় ৯০ ভাগই হয় বোরকা-হিজাব পড়ে বা একেবারেই শিশু বা বৃদ্ধ,


নারী ধর্ষন, নারীর প্রতি সহিংসতা, শ্লীলতাহানি, যৌন হয়রানি, এইসব অপরাধের জন্য নারীর বেশভূষা, পোশাক-আশাক, চরিত্র নিয়ে তালেবান নৈতিক পুলিশের মতো "জ্ঞান" বিতরণ করেছে অনেকে দেখছি। এদের জেনে রাখা দরকার, যে নারীগন এই নৃশংসতার শিকার তাদের প্রায় ৯০ ভাগই হয় বোরকা-হিজাব পড়ে বা একেবারেই শিশু বা বৃদ্ধ, তাদের "আবেদনময়ীতার" কারনে কেউ এই অপরাধে প্রলুব্ধ হয় নাই। এই যৌন সহিংসতাজনিত অপরাধের শিকার প্রচুর পুরুষও হচ্ছে, সে নাবালক হোক বা সাবালক, এবং হচ্ছে অন্য পুরুষের হাতেই।  সেখানে ড্রেস কোড বা ধর্মীয় অনুশাসনের কথা আসেনা কেন? আমাদের "ভিক্টিম ব্লেম" অর্থাৎ অপরাধের শিকার ব্যক্তির প্রতি দোষ দেয়ার এই জঘন্য প্রবনতা বন্ধ করতে হবে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, শুধুই রাস্তার আন্দোলন দিয়ে এই মনোজাগতিক, সামাজিক, ও সাংস্কৃতিক পরিবর্তন করা সম্ভব নয়।

Mohibul HassanChowdhoury

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.