Header Ads



সুন্নিয়ত বিরোধী উগ্র অপশক্তিই ইসলামের সবচেয়ে বড় শত্রু-শিক্ষা উপমন্ত্রী নওফেল।

 

সুন্নিয়ত বিরোধী উগ্র অপশক্তিই ইসলামের সবচেয়ে বড় শত্রু

সুন্নিয়ত বিরোধী উগ্র অপশক্তিই ইসলামের সবচেয়ে বড় শত্রু

নিজেদের উগ্রবাদকে এরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে নানান ভাবে জায়েজ করে।
ইদানীং ইন্টারনেটে BIGOT অর্থাৎ ধর্মান্ধ বাংলাভাষীদের প্রচারগুলো বেশ চোখে পরছে। এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মান্ধতা প্রচার করে, এদের মধ্যে সব ধর্মেরই আছে। আমাদের দেশের ব্যবহারকারীদের মধ্যে দ্বীনে ইসলাম কে উগ্র এবং মৌলবাদি ব্যাখ্যায় প্রচার, এবং নিজেদের সংকীর্ণতা কে বেশি বেশি করে ফলাওকারীদের আমরা দেখি বেশি। এরা মতপ্রকাশের স্বাধীনতার সুবিধাভোগী হয়ে, ভিন্নমত বা পথ কে বন্ধ করতে দ্বিতীয়বার ভাববে না। এরা রাষ্ট্রকে ধারন করেনা,এরা বাংলাদেশকে তালেবানী রাষ্ট্র বানাতে চায়, এরা দ্বীনে ইসলামকেও ধারন করেনা, নিজেদের কায়েমি স্বার্থ ব্যতীত।

এদের অপপ্রচারের জন্যেই আজ আমাদের শান্তির ধর্ম ইসলামের দুর্নাম হচ্ছে।। এই সব উগ্রবাদী মৌলবাদিরা কেউই সত্যিকার অর্থে ইসলামের সত্য আদর্শ, আধ্যাত্মিকতা, অমায়িকতাকে ধারন করেনা, শুধুই রাজনৈতিক স্বার্থে ধর্ম কে ব্যবহার করে। এদের নিজেদের উগ্রবাদকে এরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে নানান ভাবে জায়েজ করে। এই খারেজি, সুন্নিয়ত বিরোধী উগ্র অপশক্তিই ইসলামের সবচেয়ে বড় শত্রু।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.